Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পূর্ববর্তী মামলার রায়

গ্রাম আদালত এর মামলার রায়/অর্ডার সিট

                                                                                                

বাদী 

মো: আবদুল রহিম, পিতা- মৃত. আঃ রশিদ গ্রাম- গুজামানিকা

বিবাদী

মোঃ আঃ খালেক , পিতা- মৃত. মোঃ খলিল, গ্রাম-গুজামানিকা।

ইউপি মামলা নং

তারিখ

প্রতিবেদন

মন্তব্য

৮৯/মানিক/২৪

০১/০০২/২০২৩

অদ্য ২৫/০২/২০২৪ইং তারিখ রোজ শনিবার সকাল ১১.০০ ঘটিকার সময় বাদী ও বিবাদী গনের উপস্থিত গন্যমান্য ব্যক্তিদের নিয়ে উপস্থিত বাদীর বক্তব্য শুনলাম উপস্থিত বিবাদী হাজীর এবং আদালতে মামলা থাকার কারনে বিতর্কিত জায়গায় বাদী বিবাধী কেউ যেতে পারবেন না কোর্টে মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত ঐ ভূমিতে কেউ দখলে যেতে পারবে না। গরুর মামলা সুনিদিষ্ট স্বাক্ষ্য প্রমান না থাকায় বিবাদীকে দোষী সাভ্যস্থ করতে পারে নাই।

 

 

                                                                                                

বাদী 

মো: আইনল হক, পিতা- মৃত. মোঃ মফিজ, সাং-পশ্চিম আদ্রা


মো: আঃ রহিম, পিতা- মো: মোঃ মফিজ, সাং- পশ্চিম আদ্রা।

ইউপি মামলা নং

তারিখ

প্রতিবেদন

মন্তব্য

৮৮/মানিক/২৪

১০/০৩/২০২৪

বাদী বিবাদী উভয়ের সমযোতায় প্রতি মাসে ৫,০০০/- (পাচ হাজার) টাকা করে পরিশোধ করিবে। এবং বিবাদী সাজত আলী প্রতি মাসে ১০/০৩/২৪ইং তারিখে ৫০০০/- শাহ জাহান মিয়া ৫০০০/- মোট= ১০,০০০/- (দশ হাজার টাকা) পরিশোধ করিবেন। পরবর্তী মাসের ১০/০৩/২০২৪ তারিখে ৫০০০/- (পাচ হাজার টাকা) করে প্রতি মাসের ৩০ তারিখে কিস্তিতে দিবে।

 

 

                                                                                                

বাদী 

মোছাঃ মনেজা বেগম, পিতা- মৃত. কাজী শেখ, সাং- পূর্ব আদ্রা

বিবাদী

মোঃ আঃ লতিফ, পিতা- মৃত. কাজী শেখ, সাং- পূর্ব আদ্রা

ইউপি মামলা নং

তারিখ

প্রতিবেদন

মন্তব্য

৬৬/মানিক/১৬-২০

২৪/০৪/২০২৪

বাদীর আবেদনের প্রক্ষিতে বিবাদীর দখল হস্থান্তর দলিল ফেরত প্রদান করিবে মর্মে সিদ্ধান্ত হয়। মূল দলিল হারিয়ে যাওয়ায় ফটোকপি ফেরত দেয়। বাদী মংরী মগের বিরোধী জায়গায় কোন দায় দাবী নাই।

 

 

                                                                                                

বাদী 

মোছাঃ মাফুজা বেগম, স্বামী: মোঃ রফিকুল ইসলাম, সাং- আলাইরপাড়।

বিবাদী

মোঃ খলিল, পিতা- মো: রহমত আলী,        

মোসা: শাহানাজ, স্বামী- মো: রহমত আলী, সাং- আলাইরপাড়।

ইউপি মামলা নং

তারিখ

প্রতিবেদন

মন্তব্য

১৭/মানিক/২৪

২৫/০২/২০২৪

অদ্য ২৫/০২/২০২৪ইং তারিখ উভয় পক্ষের ছেলে-মেয়ের আবার সংসার করবে এবং অঙ্গীকারের মাধ্যমে পূর্নরায় ২৪/০২//২০২৪ইং তারিখ নানুপুর গিয়ে বউ নিয়ে আসবে।

 

 

                                                                                    

বাদী 

মো: আলমগীর হোসেন, পিতা- মোঃ রহুল আমিন , গ্রাম- চংদারিয়া।

বিবাদী

মো: রনির হোসেন, পিতা- মৃত.আঃ খালেক, গং, গ্রাম: চংদারিয়া

ইউপি মামলা নং

তারিখ

প্রতিবেদন

মন্তব্য

৬২/মানিকছড়ি/২০২৪

২৪/০২/২০২৪

বাদীর বক্তব্য শুনলাম  সকরকারী কাজে নিয়োজিত বিধায় ঘটনাস্থলে উপস্থিত হয়। সরকারী বাধা প্রদান করে তাহাকে ও তাহার স্ত্রীকে আসামী করে।

           

বিবাদীর বক্তব্য শুনলাম ঘটনাস্থলে সকল স্বাক্ষীগনকে আগামী তারিখে উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা হল। আগামী তারিখ- ৩১/০৬/২০২৪