গ্রামীণপথে আদ্রা হইতে মাদারগঞ্জ উপজেলার গড়পাড়া,চাইলেনী পাড়া অল্প সময়ে যাতায়াতের জন্য মরানদীর উপর আদ্রা স্টীল বেলী ব্রীজটি অবস্হিত। ১৯৯৯ ইং অর্থ বৎসরে ডি. এফ. আইডি এর সহায়তায় এল.জি.ই.ডি জামালপুর কর্তৃক ব্রীজটি নির্মিত হয়। ব্রীজটির দৈর্ঘ্য ২০০ মিটার ৬০০ ফুট। ব্রীজটির নির্মানের ফলে যোগাযোগের ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধিত হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS